December 11, 2024, 7:04 am
দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার (২৯ জুন) বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওই সভা শুরু হয়।
ইতোমধ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভায় যোগ দিয়েছেন দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড ও থানা কমিটির নেতারা। এ সময় ‘শেখ হাসিনা সরকার, বার বার দরকার,’ ‘উন্নয়নের সরকার, বার বার দরকার’ এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে সভাস্থল।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া সভা সঞ্চালনার দায়িত্বে রয়েছেন দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
Comments are closed.