March 28, 2025, 9:21 am
স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু উৎসব অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ৯টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত বঙ্গবন্ধু উৎসবে প্রধান অতিথি হিসেবে ‘কীর্তিগাথা’ পত্রিকার মোড়ক উন্মোচন করেন সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. মনিরুজ্জামান (মন্ময় মনির)-এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামসুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি সংগীতশিল্পী আবু আফ্ফান রোজ বাবু। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি তৃপ্তিমোহন মল্লিক। ‘বঙ্গবন্ধুর স্বপ্নে সাহিত্য ও শিল্প’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও প্রাবন্ধিক শুভ্র আহমেদ। বক্তব্য রাখেন প্রফেসর আব্দুল হামিদ, কবি ও প্রাবন্ধিক কিশোরী মোহন সরকার। আবৃত্তি পর্বে একক আবৃত্তি করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবৃত্তিশিল্পী ইয়াসমিন নাহার, আবৃত্তিশিল্পী সৈয়দ একতেদার আলী, আবৃত্তিশিল্পী মাসুদুর রহমান (যশোর), আবৃত্তিশিল্পী দিলরুবা রুবি, আবৃত্তিশিল্পী শেখ আনসার আলী, আবৃত্তিশিল্পী মন্ময় মনির, আবৃত্তিশিল্পী প্রভাষক তৌফিক আহমেদ, আবৃত্তিশিল্পী নীপমালা সাহা, আবৃত্তিশিল্পী স্বপ্না চক্রবর্তী, আবৃত্তিশিল্পী অনিষা রায়, আবৃত্তিশিল্পী তাছনিমাহ তুষ্টি, আবৃত্তিশিল্পী মুহাম্মদ মহাথির রাহমান, আবৃত্তিশিল্পী তনিমা ঢালী, আবৃত্তিশিল্পী আরিশা, আবৃত্তিশিল্পী লামইয়া মারজান, হাবিবা খাতুন প্রমুখ। সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী আবু আফ্ফান রোজ বাবু, তৃপ্তিমোহন মল্লিক, আফিলউদ্দীন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপন করেন পরিষদের সাধারণ সম্পাদক নব কুমার ঢালী, সাংগঠনিক সম্পাদক কবি একোব্বর হোসেন।
Comments are closed.