বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের শ্যামনগর উপজেলা শাখার নির্বাহী কমিটি অনুমোদন ও কমিটি হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা বলেছেন, জনগণের আস্থা অর্জনের জন্য বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর প্রত্যেক নেতা- কর্মিদেরকে সেবা করার মানুষিকতা নিয়ে কাজ করার আহবান জানানো হয়েছে।সংগঠনের জেলা সহ-সভাপতি মোঃ আসাদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রজ্জাকের পরিচালনায় গত ১৬ অক্টোবর-২০১৯ বুধবার সন্ধ্যায় দলের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত কমিটি হস্তান্তর অনূষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভেকেট আল মাহমুদ পলাশ।এসময়ে উপস্থিত ছিলেন জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক সম্পাদক আহসান হাবিব,সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক জি এম জাহাঙ্গীর, চাকুরি, আইন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অতিঃ পিপি এড.মিজানুর রহমান, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক আল ইকরাম সজিব, স্বাস্থ্য ও পরিবার কল্যান সম্পাদক ডাঃ খলিলুর রহমান,কুটির শিল্প সম্পাদক মোছাক সরদার, নির্বাহী সদস্য আব্দুল হক, লুৎফর রহমান টুকু, পৌর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক রনি খান, পৌর দপ্তর সম্পাদক ফারুক হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।\বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ শ্যামনগর উপজেলা শাখার ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি পদে মোঃ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক পদে জি এম আব্দুল গফুর ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শাহাজান সরদার সাজু কে মনোনীত করে কমিটি অনুমোদন দেয়া হয় এবং অনুমোদিত কমিটি হস্তান্তর করা হয়।
এসময়ে নবগঠিত শ্যামনগর উপজেলা কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশ কে ফুলেল শুভেচছা জানিয়ে অভিনন্দন জ্ঞাপন করে তারা শপথ বাক্য পাঠ করেন।