তালা উপজেলার নগরঘাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদ স. ম. আলাউদ্দীন প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. মফিজউদ্দিন। স্কুলের প্রধান শিক্ষক লায়লা পারভীন সেঁজুতির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক ফজলুর রহমান, নরেশ চন্দ্র সরকার, নবকুমার ঢালী, রুহুল কুদ্দুস, বিশ্বনাথ সরকার, পূর্ণচন্দ্র সরকার, উজ্জ্বল রায়, সুশান্ত ম-ল, মুকুল রায়, কৃষ্ণপদ সরকার, তপন রায়, তাপস রায় ও খায়রুজ্জামান।
আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে একাত্তরের সেই অগ্নিঝরা দিনগুলোর বর্ণনা দেন বক্তারা। বক্তারা এসময় শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শে আগামীর বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।