March 18, 2025, 12:03 am
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আহবানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ আলোচনা সভায় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একে ফজলুল হকের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বিজয় পূর্ণতা লাভ করে। বঙ্গবন্ধু মাত্র সাড়ে ৩ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে ১২৬টি দেশ ও ওআইসি, বিশ^ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ইউনেস্কো, জাতিসংঘসহ বিভিন্ন সংস্থার স্বীকৃতি আদায় করেছিলেন। তার দক্ষ নেতৃত্বে দেশ স্বনির্ভতার দিকে এগিয়ে যাচ্ছিল। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সকলকে সোনার বাংলা গঠনে আত্মনিয়োগ করতে হবে। বঙ্গবন্ধু স্বদেশে ফেরার পরেই বিজয়ের পূর্ণতা পেয়েছিলো বাঙালি। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বিএম নজরুল ইসলাম, অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন ও মিসেস সাহানা মহিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, মোঃ আসাদুজ্জামান বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. অনিত কুমার মুখার্জী, আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গণি, শিক্ষা ও মানব সম্পাদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্মা, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ জেলা শাখার সভাপতি এড আল মাহমুদ পলাশ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিএম ফাত্তাহ, সদস্য মো. শাহাজান আলী, এড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, মোস্তাফিজুর রহমান নাছিম, আব্দুর রশীদ, শেখ মনিরুল হোসেন মাসুম, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, উপ দপ্তর সম্পাদক খন্দকার আনিছুর রহমান, জেলা তাঁতীলীগের সহ সভাপতি মিলন রায়, জাবেদ হোসেন টিপু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সহ সভাপতি আব্দুল আলীম সরদার, পৌর শাখার সভাপতি মো. নুরুল হকসহ জেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ।
Comments are closed.