October 12, 2024, 2:48 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
বটিয়াঘাটার কলেজভিত্তিক এইচএসসি পরীক্ষার ফলাফল

বটিয়াঘাটার কলেজভিত্তিক এইচএসসি পরীক্ষার ফলাফল

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রতিটি কলেজের পাসের হার সম্মানজনক। শহীদ আবুল কাশেম কলেজের এইচএসসি পাসের হার সাধারণ শাখায় ৮৬.০৬% ও বি,এম শাখায় ৯০.২০%। পরীক্ষার্থীর সংখ্যা সাধারণ ২৯০ জন ও বিএম শাখায় ১৫৩ জন। অকৃতকার্য হয়েছে সাধারণ শাখায় ৪৩ জন ও বিএম শাখায় ১৫ জন। এর মধ্যে এ প্লাস সাধারণ ১ জন ও বি,এম ৩ জন। বটিয়াঘাটা কলেজে পাসের হার ৮৫.৪৭%। পরীক্ষার্থীর সংখ্যা ৪৬১ জন এর মধ্যে পাস করেছে ৩৯৪ জন, ফেল করেছে ৬৭ জন,এ প্লাস ৫ জন । গরিয়ারডাঙ্গা আদর্শ কলেজ পাসের হার ৯৮.৮৬%। পরীক্ষার্থীর সংখ্যা ৬৪ জন এর মধ্যে পাস করেছে ৬৩ জন, ফেল করেছে ১ জন। মুক্তিযোদ্ধা কলেজ পাসের হার ৮৪.৬২%। পরীক্ষার্থীর সংখ্যা ১৩ জন পাস করেছে ১১ জন, ফেল করেছে ২জন। খগেন্দ্রনাথ মহিলা কলেজ পাসের হার ৯১.০৪%। পরীক্ষার্থীর সংখ্যা ৭০ জন পাস করেছে ৬৪ জন, ফেল করেছে ৬ জন। শহীদ স্মরণী কলেজ(বারোআড়িয়া) পাসের হার ৬০.৪৭%। পরীক্ষার্থীর সংখ্যা ৮৬ জন পাস করেছে ৫২ জন, ফেল করেছে ৩৪ জন। বটিয়াঘাটা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ পাসের হার ৯৫.২৩%। পরীক্ষার্থীর সংখ্যা ৬৩ জন পাস করেছে ৬০ জন, ফেল করেছে ৩ জন। খারাবাদ বাইনতলা স্কুল এন্ড কলেজ পাসের হার ৮৭.০৪%। পরীক্ষার্থীর সংখ্যা ৫৪ জন পাস করেছে ৪৭ জন, ফেল করেছে ৭ জন। প্রেস বিজ্ঞপ্তি


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com