বন্যাদূর্গতের পাশে মানবতার কল্যাণ ফাউন্ডেশন
- Update Time :
Wednesday, July 17, 2019
-
163 দেখা হয়েছে
মানুষ মানুষের জন্য এই সত্যকে ধারণ করে মানুষের কল্যাণের জন্য মানবতার কল্যাণ ফাউন্ডেশন নামে একটি অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন প্রতিষ্ঠা করেন সাতক্ষীরার কৃতি সন্তান নাট্যনির্মাতা জি.এম সৈকত। গতকাল জি.এম সৈকতের নির্দেশনায় মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ফ্রি মেডিকেল সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অভিনেতা সুজন রাজা, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি কামরুজ্জামান, সহ-সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক মো. আলী নূর, অর্থ সম্পাদক হাবিবুর রহমান জাবেদ, নির্বাহী সদস্য সৈকত দাস, এজেডএম কামরুল হাসান, কর্ন বাবু দাস, ড. আরিফুল ইসলাম। এ প্রসঙ্গেঁ মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জিএম সৈকত বলেন, মানুষের কল্যাণের জন্য মানবতার কল্যাণ ফাউন্ডেশন গঠন করা হয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের সাধ্য অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করতে। ধন্যবাদ জানাই সুনামগঞ্জ জেলা শাখাকে এই রকম মহতি কাজে উদ্যোগী হওয়ার জন্য। প্রেস বিজ্ঞপ্তি