December 27, 2024, 2:54 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
বরিশালে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

বরিশালে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

বরিশালে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বরিশালের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়েরা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এম এ হামিদ আসামির উপস্থিতিতে এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার চর ফতেপুর এলাকার নিহত মোসলেম ফকিরের ছেলে বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী রফিকুল ইসলাম।আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৪ মে রাত ৮টার দিকে বাক-বিতণ্ডার এক পর্যায়ে ফারুক তার বাবা মোসলেমের মাথায় লোহার রড দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে মোসলেমকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহত মোসলেমের অপর ছেলে আমিনুল ইসলাম পরের দিন ২৫ মে বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। একই সালের ২৮ আগস্ট আদালতে পুলিশ চার্জশিট দাখিল করে। আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার এ রায় দেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com