নিজস্ব প্রতিনিধি: শ্রাবণের পড়ন্ত বিকেলে সুরের মূর্চ্ছনা আর আবৃত্তির তাল লয়ে ষোলোকলাই পূর্ণ করে শিল্পকলায় জমে উঠেছিল আবৃত্তি কর্মশালা। ‘সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা’ এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় ১৮ হতে ২১ জুলাই ৪ দিনব্যাপী আবৃত্তি কর্মশালা ও আবৃত্তি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় বর্ণমালা একাডেমী ও অধীতি একটি কন্ঠকলা এর যৌথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়। নাসরীন খান লিপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবৃত্তি কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমএম মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জেলা শিল্পকলার একাডেমীর সদস্য সচীব শেখ মোসফিকুর রহমান মিল্টন। এ অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী ও পরিচালক ডা. পল্লব কীর্ত্তনীয়া, দূরদর্শন ও বেতারের বিশিষ্ট আবৃত্তিশিল্পী ঝর্ণা বারুই। এসময় উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী মঞ্জুরুল হক, কবি সাহিত্যিক শরিফুর রহমান, শিল্পকলা একাডেমীর সঙ্গীত প্রশিক্ষক শহিদুৃল ইসলাম, বর্ণমালা একাডেমীর সাধারণ সম্পাদক নাহিদা পারভীন পান্না প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামীমা পারভীন রত। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আবৃত্তি মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। এ আবৃত্তি কর্মশালা শিক্ষার্থীদের আরও মনোনিবেশে সহায়ক ভূমিকা করবে। যারা আবৃত্তি জানে তারা প্রতিবাদী হয়। রোববার অনুষ্ঠানের সমাপনিতে কোলকাতার কবিতা বাড়ি দল আবৃত্তি পরিবেশন করবে।