October 6, 2024, 9:50 pm
মেঘের ভেলায় চড়ে
বর্ষা এলো ফিরে,
যেন আপন নীড়ে।
দূর দিগন্ত বনে
অঝর বরিষনে
পুলক জাগায় মনে।
কৃষ্ণ মেঘে ছেয়ে
বৃষ্টি আসে ধেয়ে,
জলকেলিতে হংস মিথুন
নতুন ধারা পেয়ে।
ভরা গাঙে বায় মাঝি নাও
ভাটিয়ালী গেয়ে।
আষাঢ় এলো ফিরে
খাল বিল নদী তীরে,
হলো আবার,প্রাণ সঞ্চার
বাদল দিনকে ঘিরে।
কিশোর যুবার দলে
মত্ত হয় ফুটবলে,
কাঁদায় জড়াজড়ি
আহা রঙের ছড়াছড়ি!
নতুন আসা জলে
মাছ শিকার খুব চলে,
যায় ভেসে যায়,আষাঢ়টা হায়
আনন্দেরই ঢলে!
Comments are closed.