January 15, 2025, 6:47 am
রাজা প্রতাপাদিত্য ও বিক্রমাদিত্য এবং বসন্ত রায়ের স্মৃতিধন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের স্মৃতি বিজড়িত বসন্তপুরে নৌ বন্দর পুনরায় চালুর বিষয়ে এলাকা পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় বসন্তপুর রাম জননী ভবন প্রাঙ্গণে বসন্তপুর নৌবন্দর সাব কমিটির আয়োজনে জেলা আ.লীগ নেতৃবৃন্দ নৌবন্দর এলাকা পরিদর্শন করেন ও মতবিনিময় সভায় অংশ নেন।
জেলা আ.লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এ কে ফজলুল হক, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, সাতক্ষীরা জেলা আ.লীগের সাবেক সভাপতি ইঞ্জি. মুজিবুর রহমান, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আ হ ম তারেক উদ্দিন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, কালিগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী,
শ্যামনগর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা কলেজের অধ্যক্ষ ও ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাফরুল আলম বাবু, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বসন্তপুরের স্থানীয় যুবক সাকিব প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. হালিমুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, কালিগঞ্জ উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক এড. শেখ মোজাহার হোসেন কান্টু, কালিগঞ্জ উপজেলা আ.লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, যুগ্ম সম্পাদক সজল মুখার্জি, সাংগঠনিক সম্পাদক এড. হাবিব ফেরদৌস শিমুল, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবিরসহ উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ।
Comments are closed.