December 26, 2024, 2:01 pm
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থীদের অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় হতে এ বছর ২৪১ জন ছাত্র-ছাত্রী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। তাদের শতভাগ কৃতকার্যতা অর্জন করার লক্ষ্যে অভিভাবকদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে বহেরা হাইস্কুল কর্তৃপক্ষ। শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিমুজ্জামানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎসাহী সদস্য ডা. শোকর আলী, অভিভাবক সদস্য নূরে আজম, ডা. অহিদুজ্জামান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবীর, শিক্ষক সন্তোস কুমার, কুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ ও ম্যনেজিং কমিটির অনান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক তপন কুমার বাইন।
Comments are closed.