বহেরা হাই স্কুলে মাদক, সন্ত্রাস, জফঙ্গবাদ ও নারী নির্য়াতন রোধে ওসির মতবিনিময়
- Update Time :
Wednesday, July 17, 2019
-
186 দেখা হয়েছে
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে গতকাল বেলা ১২টায় দেবহাটা থানার আয়োজনে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নারী নির্য়াতন রোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিমুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দেবহাটা থানা অফিসার-ইন-চার্জ বিপ্লব কুমার সাহা। এসময় আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক জাহাঙ্গীর কবীর, ইউপি সদস্য রওনাকূল ইসলাম রিপন।এছাড়া আরো উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক ডা: অহিদুজ্জামান, রমজান মোড়ল, এস আই জসিম, বহেরা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোসলেম আলী মোল্লা সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের সকল স্থরে সচেতনতা সৃষ্টির মাধ্যম্যে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নারী নির্যাতন রোধ করা সম্ভব। সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন এস আই মনিরুল ইসলাম।