January 15, 2025, 11:20 am
বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন (রেজি: নং- বি ২০০৯) এর সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের পাকাপোল মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান ফারুক।
বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুম্মান সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল আহম্মেদ বাদলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির কার্যকরি সভাপতি ও মেসার্স হোসেন কনস্ট্রাকশন এর স্বত্বাধিকারী মো. তোফাজ্জেল হোসেন, সংগঠনের বিভাগীয় আহবায়ক কমিটির সদস্য মো. ইমরান হোসেন, জেলা কমিটির সহ সভাপতি মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মুনসুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ কোষাধ্যক্ষ ইকবাল গাজী, সদর উপজেলা শাখার সভাপতি রেজাউল হক, সহ সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম, পৌর শাখার সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি, শ্যামনগর ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন কমিটির সভাপতি জাকির হোসেন, কার্যকরি সভাপতি মো. জামাল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন উপজেলার কমিটি গঠন ও সদস্য সংগ্রহসহ সংগঠনকে আরো গতিশীল করার লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
Comments are closed.