December 27, 2024, 12:09 am
বাগেরহাট: নাশকতা পরিকল্পনার অভিযোগে বাগেরহাটের রামপাল উপজেলা জামায়াতের আমির সেক্রেটারিসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে বাগেরহাটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল বাংলানিউজকে এ তথ্য জানান। গ্রেফতাররা হলেন- রামপাল জামায়াত ইসলামীর আমির শেখ নাসের উদ্দীন, সেক্রেটারি মল্লিক আব্দুল হাই, কর্মী মো. জাহাঙ্গীর মোল্লা, আব্দুল মজিদ শেখ, আব্দুল ওয়াজেদ শেখ, জিহাদ শেখ, আব্দুর রউফ শেখ ও মো. ওসমান। এদের বাড়ি রামপালের বিভিন্ন গ্রামে।ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল বাংলানিউজকে জানান, সোমবার (২২ জুলাই) দিনগত রাতে রামপাল উপজেলা জামায়াতের আমির ও সম্পাদকের নেতৃত্বে এলাকায় নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে বেশ কয়েকজন গোপন বৈঠক করছে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে রাতেই উপজেলার গৌরম্ভা ইউনিয়নের কাপাসডাঙা গ্রামের আব্দুল ওয়াহেদ শেখের বাড়ির সামনে থেকে ওই আটজনকে গ্রেফতার করা হয়।এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে রামপাল থানায় নাশকতা পরিকল্পনার পুরোনো মামলা রয়েছে। গ্রেফতারদের মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান পুলিশের ওই ঊধ্বতন কর্মকর্তা।
Comments are closed.