July 27, 2024, 12:44 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
বালিডাঙ্গা-কাশেমপুর রাস্তা পাকাকরণ কাজে অনিয়মের অভিযোগ: জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

বালিডাঙ্গা-কাশেমপুর রাস্তা পাকাকরণ কাজে অনিয়মের অভিযোগ: জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিনিধি: সদর উপজেলার বালিয়াডাঙ্গা টু কাশেমপুর হাজামপাড়া রাস্তা পাকাকরণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নি¤œমানের আধলা ইটের খোয়া দিয়ে রাস্তা পাকাকরণ কাজ করছেন ঠিকাদার।এলাকাবাসি জানান, ‘গ্রাম হবে শহর’ এ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষে গ্রাম অঞ্চলের রাস্তাঘাট পাকা করে দিচ্ছেন ও উন্নয়ন করছেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে সদর উপজেলার বালিয়াডাঙ্গা টু কাশেমপুর হাজামপাড়া পর্যন্ত অনুমান ২ কিলোমিটার রাস্তাটি পাকাকরণের কাজ শুরু হয়েছে। কিন্তু শুরুতেই ঠিকাদার প্রভাব খাটিয়ে রাস্তাটি নি¤œমানের আধলা ইটের খোয়া দিয়ে পাকাকরণের কাজ করছেন বলে অভিযোগ করেন এলাকাবাসি। এলাকাবাসি আরও জানান, এলাকার বসতবাড়ি পাশর্^বর্তী জমি থেকে গভীর গর্ত করে বালি উত্তোলনের পর তা রাস্তায় দিচ্ছেন ঠিকাদার। এতে করে এলাকার ফসলী জমি বিনষ্ট ও বসতবাড়ি ঘর ভাংচুরের আশঙ্কা রয়েছে বলে এলাকাবাসির অভিযোগ।স্থানীয় জনপ্রতিনিধি জানান, রাস্তাটি পাকাকরণের কাজে অনিয়মের শেষ নেই। ঠিকাদার স্থানীয় কয়েকজন প্রভাবশালীর সহায়তায় নি¤œমানের ইটের খোয়া দিয়ে রাস্তা পাকাকরণের কাজ করছেন। এছাড়া বসতবাড়ি ঘর ও ফসলি জমির পার্শ^বর্তী থেকে বালি উত্তোলন করে রাস্তায় দেওয়া হচ্ছে। এতে এলাকার চাষীরা ও বসতি মানুষেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করে তিনি।এ বিষয়ে সদর উপজেলা এলজিইডি কর্মকর্তা শরিফুল আলম জানান, রাস্তায় নি¤œমানের ইটের খোয়া দিয়ে রাস্তার কাজ করলে তা বন্ধ করে দেওয়া হবে। তবে রাস্তার অনিয়ম করলে স্থানীয়ভাবে জনগণকে রাস্তার কাজ বন্ধ করে দিতে বলেন ওই কর্মকর্তা। রাস্তার নি¤œমানের ইট ও খোয়া অপসারণের জন্য জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com