January 15, 2025, 8:09 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
বাল্যবিবাহকে লাল কার্ড দেখালো জেলার শতাধিক শিক্ষার্থী

বাল্যবিবাহকে লাল কার্ড দেখালো জেলার শতাধিক শিক্ষার্থী

বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো শতাধিক শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৮ জুলাই) সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি আয়োজিত ‘বাল্যবিবাহকে লাল কার্ড’ শীর্ষক ক্যাম্পেইনে শিক্ষার্থীরা বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করে। ক্যাম্পেইনে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বদেশে’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সাতক্ষীরা জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, জেলা মহিলা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার করবী সুলতানা, নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিমুল ইসলাম, সিনিয়র শিক্ষক নাজমুল লায়লা বিথি, বারসিকের সহকারী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম প্রমুখ। ক্যাম্পেইনে বক্তারা বলেন, বাল্য বিবাহ জীবন থেকে জীবন কেড়ে নেয়। মূলত অসচেতনতাই বাল্য বিবাহের প্রধান কারণ। বহু বিবাহ, মাতৃমৃত্যু, শিশু মৃত্যু, অপুষ্টি সবকিছুই বাল্য বিবাহের সাথে কোন না কোন ভাবে জড়িত। এজন্য বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে একযোগে কাজ করতে হবে। এর আগে ‘অসচেতনতাই বাল্য বিবাহের প্রধান কারণ’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com