October 31, 2024, 3:12 am
Sopone Das : সাতক্ষীরা মহাসড়কে মাহিন্দ্রা-ইজিবাইক চালানোকে কেন্দ্র করে জেলা বাস মালিক সমিতির সাথে মাহিন্দ্র মালিক সমিতির মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছে। সোমবার সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কের লস্কর পেট্রোল পাম্প নামকস্থানে এ সংঘর্ষ ঘটে। এ সময় মাহিন্দ্রা মালিক সমিতির কর্মকর্তা জাহিদ হোসেনসহ ২ জন আহত হয়। অপরদিকে এ সময় বাস মালিক সমিতির কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ ৪ জন আহত হয়। আহতদের মধ্যে মাহিন্দ্রা মালিক সমিতির জাহিদ হোসেনসহ ২জন সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। অপরদিকে বাস মালিক সমিতির জাহাঙ্গীর হোসেনসহ ৪ জন সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ জানান, অবৈধ যানবাহন মহাসড়কে না চালানোর জন্য বাঁধা দেওয়ায় সেখানে উপস্থিত থাকা বাস মালিক ও শ্রমিকদের উপর হামলা করে। এতে বাস মালিক সমিতির কর্মকর্তাসহ ৪জন আহত হয়। অপরদিকে মাহিন্দ্রা সমিতির এক কর্মকর্তা জানান, বাসটার্মিনাল থেকে মাহিন্দ্রা চালকরা সাতক্ষীরা-যশোর মহাসড়কের ঝাউডাঙ্গা বাজার পর্যন্ত যাত্রী নিয়ে যাচ্ছিলেন পথিমধ্যে ওই সড়কের লস্কর পেট্রোল পাম্প নামকস্থানে যাত্রীবাহী মাহিন্দ্রা নিয়ে পৌছালে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নে লোকজন মাহিন্দ্রা থেকে যাত্রী নামিয়ে নেন। একপর্যায় মাহিন্দ্রা থেকে যাত্রী নামিয়ে নেওয়ার প্রতিবাদ করলে বাস মালিক সমিতির ও শ্রমিক ইউনিয়নের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে মাহিন্দ্রা চালকদের এক কর্মকর্তাকে বেদম মারপিট করে। এতে ওই চালকসহ ২ জন জখম হয়।
Comments are closed.