December 11, 2023, 1:12 pm
সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে ১৩০০ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি মাছ আটক করা হয়েছে। ২২ জুন বিকাল ৫ টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কের জিরো পয়েন্ট এলাকা থেকে উক্তক চিংড়ি মাছ আটক করা হয়। পরে উক্ত মাছ পুড়িয়ে ধ্বংশ করা হয়।
বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়ন হেডকোয়াটার জানায়, সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ ঝাউডাঙ্গা বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ মিজান এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা বাইপাস জিরো পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় অপদ্রব্য পুশকৃত ৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১৩০০ কেজি চিংড়ি মাছ আটক করে। পরবর্তীতে আটককৃত চিংড়ি মাছ ম্যাজিষ্ট্রেট, শুল্ক কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা এবং বিজিবি এর সমন্বয়ে গঠিত পর্ষদের মাধ্যমে রাত সাড়ে ১১ টার সময় ধ্বংস করা হয়েছে।
Comments are closed.