বিজিবি’র অভিযানে ৬০ লাখ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার
- Update Time :
Thursday, October 17, 2019
-
135 দেখা হয়েছে
ডেস্ক: সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অভিযানে ২০ হাজার পিস ইয়াবা আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮ টা ২৫ মিনিটের সময় ভোমরা সীমান্তের লক্ষ্মীদাড়ী মধ্যপাড়া এলাকা থেকে উক্ত ইয়াবা আটক করা হয়। আটককৃত ইয়াবার মূল্য ৬০ লাখ টাকা। তবে এ সময় কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, পিবিজিএম, পিএসসি জানান, ভোমরা বিওপি‘র টহল কমান্ডার সুবেদার মোঃ মজিবুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল সীমান্তের মেইন পিলার ৩/৩-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ী মধ্যপাড়া পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে উক্ত ইয়াবা আটক করে।