বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত
- Update Time :
Wednesday, July 17, 2019
-
268 দেখা হয়েছে
বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটে প্যারামেডিকেল ও নার্সিং টেকনোলোজী শিক্ষার্থীদের নবীনবরণ বুধবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় সাতক্ষীরার শহরতলীর কদমতলাস্থ বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের কার্যালয়ে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক ও বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ হান্নান। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পশু হাসাতালের কর্মকর্তা ডা. আফসার আলী, সাতক্ষীরা মেডিকেল কলেজের ইন্টার্ণি চিকিৎসক ডা. সুস্মিতা ভৌমিক, বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশনের মনিরামপুর শাখার পরিচালক ডা. বাবর আলী, বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের শিক্ষক ডা. শামীমা পারভীন, বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুল বাছিদ রীদ, ইয়াছিন আল মাসুদ, আয়েশা সিদ্দিকা প্রমুখ। অনুষ্ঠানে বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক ও বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ হান্নান বলেন, শিক্ষা মানুষের জীবনের জন্য প্রয়োজন। স্বাস্থ্য শিক্ষা আরো বেশি প্রয়োজন। প্রান্তিক জনপদের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য শিক্ষার কোন বিকল্প নেই। এ জন্য সকলকে সঠিক শিক্ষা গ্রহণ করে বিনয়ের সাথে মানুষের কল্যানে প্রয়োগ করতে হবে। অনুষ্ঠানে আগামী ২৩ জুলাই কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে প্যারামেডিকেল ও নার্সিং টেকনোলোজী ২য় পর্বের শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ করেন অতিথিগণ। বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের ২২তম ব্যাজের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠানে বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক এম এ হান্নান স্বস্ত্রীক পবিত্র হজে গমন উপলক্ষ্যে শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়। পরে দোয়া পরিচালনা করেন মাওলানা মাকসুদুর রহমান। তথ্য বিবরণী