July 27, 2024, 4:29 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে গ্রাহক বিড়ম্বনার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত………….

বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে গ্রাহক বিড়ম্বনার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত………….

Sopone Das”:সাতক্ষীরায় বিদ্যুতের প্রি-প্রেইড মিটার নিয়ে গ্রাহক বিড়ম্বনা এবং ওজোপাডিকো’র অনিয়ম ও অস্বচ্ছাতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা পাওয়ার হাউজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি এড. ফাহিমুল হক কিসলু। সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় মানববন্ধনে সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি সুধাংশু শেখর সরকার, প্রকৌশলী আবেদুর রহমান, এড.ওসমান গণি, যুগ্ম সম্পাদক রওনক বাসার, সাংগঠনিক সম্পাদক রাশিদুজ্জামান রাশি, মেহেদী আলী সুজয় ও ভুক্তভোগী গ্রাহকের পক্ষে শহরের নারকেলতলা এলাকার সুফিয়া খাতুন।
বক্তারা বলেন, অনিয়ম ও হয়রানি থেকে গ্রাহকদের রেহাই দিতেই চালু করা হয় বিদ্যুতের প্রি-পেইড মিটার। কিন্তু সেই প্রি-পেইড মিটার এখন গ্রাহকদের গলার কাঁটা হয়ে দাড়িয়েছে। প্রিপেইড মিটার স্থাপনের জন্য গ্রাহকদের কোনও ফি গুনতে হবে না বলা হলেও এই মিটারের জন্য প্রতি মাসে ৪০ টাকা কেটে নেয়া হচ্ছে এবং প্রতি মাসে ৫০ টাকা ডিমান্ড চার্জও গুনতে হচ্ছে গ্রাহকদের। এছাড়া বিভিন্ন চার্জের নামে গ্রাহকদের কাছ থেকে কেটে নেওয়া হচ্ছে অতিরিক্ত অর্থ। অনেকে একে রাক্ষুসে মিটারও বলছে। বক্তারা বলেন আগে যাদের ডিজিটাল মিটারে বিদ্যুৎ বিল আসতো ৮০০ টাকা তাদের এখন ১৪০০-১৫০০ টাকায় এক মাস পার হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক কুকরালী এলাকার এক ভুক্তভোগী জানান আমার মিটারের ভিতর একটি পিপড়া ঢুকে মিটার লক হয়ে গেলেও আমাকে টাকা দিয়ে মিটারের লক ছাড়াতে হয়েছে। এছাড়া প্রি-পেইড মিটারের সার্ভার ত্রুটির কারণে টাকা রিচার্জ করতে গিয়ে হয়রানিরও শিকার হওয়া এখন স্বভাবিক ব্যাপার। এ হয়রানি থেকে মুক্তি পেতে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। জনভোগান্তি না কমালে ভবিষ্যতে সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আয়োজনে জনগনকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে গনদাবি আদায় করা হবে বলে জানান বক্তারা।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com