October 31, 2024, 3:11 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
বিপিএল নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিসিবির কাঠগড়ায় হাতুরুসিংহে

বিপিএল নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিসিবির কাঠগড়ায় হাতুরুসিংহে

বাংলাদেশের যথাযথ বা কার্যকর কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। টেলিভিশনে বিপিএল দেখার সময় কখনো কখনো তিনি টিভিই বন্ধ করে দেন। ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ এমন মন্তব্য করেছেন। গত রোববার ক্রিকইনফোতে প্রকাশিত সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন- ‘আমাদের যথাযথ কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা শুনতে অদ্ভুত লাগবে। তবে বিপিএল যখন দেখি, মাঝেমধ্যে টিভি বন্ধ করে দিই। কিছু খেলোয়াড় তো কোনো মানেরই নয়। এই চলমান পদ্ধতি নিয়ে আমার অনেক প্রশ্ন আছে।’

বিপিএলের পর পর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল খেলবে পূর্ণাঙ্গ সিরিজ। সিলেটে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি। এমন একটা সিরিজকে সামনে রেখে বিপিএলের মান নিয়ে বাংলাদেশ দলের হেড কোচ হাতুরুসিংহের এ ধরণের মন্তব্যে ক্ষুব্ধ হয়েছে বিসিবি। সোমবার শেখ জামাল টেনিস কমপ্লেক্সে বাংলাদেশ আইটিএফ ওয়ার্ল্ড টেনিস মাস্টার্স ট্যুর ২০২৪, এমটি-১০০’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে যুবও ক্রীড়া মন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন হাতুরুসিংহের বিরুদ্ধে কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ এনেছেন-‘একজন বিদেশী কোচ যিনি আমাদের ক্রিকেট বোর্ডের এমপ্লয়ি। গঠনমূলক সমালোচনা আমাদের গণমাধ্যম কিংবা অন্যান্য জায়গা থেকে করতে পারে। কিন্তু আমি বিসিবিতে চাকরি করি, আবার বিদেশী কোচ। তখন বলছি যে, বিপিএলের এত বাজে অবস্থা টিভি বন্ধ করে দিচ্ছি। এটা তার কোড অব কন্ডাক্ট বা ইথিকসে পড়ে কি না।’

চুক্তিবদ্ধ কেউ বিসিবির অনুমতি না নিয়ে এ ধরণের মন্তব্য করে শৃঙ্খলাভঙ্গ করেছেন বলে মনে করছেন পাপন-‘একটা টুর্নামেন্ট চলাকালে এমন কথা কারও পক্ষেই বলা সম্ভব না, পূর্ব অনুমতি ছাড়া। কোনো প্রকার ক্ষমতা ছাড়া। কোচ, সিলেক্টর বা খেলোয়াড়, তাদের সঙ্গে আমাদের একটা লিখিত চুক্তি আছে যে তারা মিডিয়াতে কিছু বলার আগে আমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে।’


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com