October 12, 2024, 3:29 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
বিশ্বে একদিনেই ৫ লাখ ৮১ হাজার আক্রান্ত

বিশ্বে একদিনেই ৫ লাখ ৮১ হাজার আক্রান্ত

বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় পাঁচ লাখ ৮১ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ৮ হাজার ৯২২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১৩ লাখ ৮৬ হাজার ৭৬৯ জন। আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৮৫ লাখ ৮ হাজার ২৭১ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৪ লাখ ৭৩ হাজারের বেশি।

একদিনে এক হাজার ৪৬০ জনের মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটি এখনো করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে রয়েছে। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে দুই লাখ ৬১ হাজারের বেশি প্রাণ গেল। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হার। মোট ১ কোটি ২৪ লাখের বেশি সংক্রমিত।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯৯ জন। এদিন করোনায় আক্রান্ত হয়েছে ৪৫ হাজার ২৯৫ জন। দক্ষিণ এশিয়ার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা এক লাখ ৩৩ হাজার ছাড়িয়েছে। এছাড়া মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯০ লাখ ৯৫ হাজার।

গত ২৪ ঘণ্টায় ৩৫৪ জনের মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৬৯ হাজার ছাড়িয়েছে। নতুন ৩৭ হাজার সংক্রমণে মোট আক্রান্ত ৬০ লাখ ৫২ হাজার ছাড়িয়েছে। দেশটির কয়েকটি অঞ্চলে করোনার প্রকোপ কমছেই না।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com