February 17, 2025, 2:58 pm
ম্যাচের টিকিটের গায়ে খেলা শুরুর সময় লেখা ছিল রাত ১০টা! তার আগে সাকিব আল হাসানের শরীরে শহীদুল ইসলামের মাথা বসানো নিয়েও হয়েছে হাস্যরস। এবারের ভুলটা আরও মারাত্মক।
দেশের নামটাই সঠিক বানানো লিখতে পারল না বিসিবি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের যে অফিসিয়াল প্লেয়ার্স লিস্ট সরবরাহ করা হয়েছে, সেখানে বাংলাদেশ বানান ভুল অক্ষরে লেখা হয়েছে।
ইংরেজিতে লেখা হয়েছে Bamladesh, যা হবে Bangladesh। ‘এন’-এর জায়গায় লেখা হয়েছে ‘এম’।
বিসিবি আর পিসিবির পার্থক্যও স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। সোশ্যাল মিডিয়ায় দুই বোর্ডের পুরো বিপরীত উপস্থিতি। বিসিবি যেখানে নীরব, পিসিবি সরব। মাঠের খেলায় তো বটেই মাঠের বাইরের কাজেও কেনো জানি দিনকে দিন আরও বেশি করে পিছিয়ে যাচ্ছে বিসিবি!
Comments are closed.