January 3, 2025, 12:49 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
বিয়ের ছুটি চাইলেন লিটন………..

বিয়ের ছুটি চাইলেন লিটন………..

বিয়ে বলে কথা, লগ্ন ফেলে তো আর বিদেশবিভুঁইয়ে খেলতে যাওয়া যায় না। জীবনের গাঁটছড়া বাঁধতে লিটন কুমার দাস তাই ছুটি চেয়ে আবেদন করেছেন বিসিবিতে। অর্থাৎ জাতীয় দলের হয়ে শ্রীলংকা সফরে যেতে চান না তিনি।বিশ্বকাপের আগে আশীর্বাদ করা উইকেটরক্ষক এ ব্যাটসম্যানের বিয়ের দিন ঠিক হয়েছে ২৮ জুলাই। বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী জানান, লিটন বৃহস্পতিবার ছুটির আবেদন বোর্ডে দিয়ে গেছেন। ক্রিকেট পরিচালনা বিভাগ শুক্রবার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।বিশ্বকাপের পর পরই শোনা গেছে, দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানও শ্রীলংকা সফরে যেতে চান না। এই সময়টা বিশ্রামে থাকতে চান তিনি। যদিও গত ৬ জুলাই লন্ডনে সাংবাদিকদের বাঁহাতি এ অলরাউন্ডার বলেছেন, শ্রীলংকাতেও বিশ্বকাপের ধারাবাহিকতা রাখতে চান তিনি। তবে বিসিবি সিইও জানান, বৃহস্পতিবার পর্যন্ত সাকিবের কাছ থেকে ছুটির আবেদন পাননি তারা।

 


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com