July 27, 2024, 7:34 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
বিয়ে নিবন্ধনে জন্ম ও শিক্ষা সনদ যাচাইয়ের নির্দেশ

বিয়ে নিবন্ধনে জন্ম ও শিক্ষা সনদ যাচাইয়ের নির্দেশ

বিয়ে নিবন্ধনের সময় পাত্র-পাত্রীদের জন্মসনদ ও শিক্ষা প্রতিষ্ঠানের সনদ যাচাই-বাছাই করতে দেশের সব নিকাহ রেজিস্ট্রারকে (কাজি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৬ মার্চ) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে ফেনীর সোনাগাজীর এক কিশোরীর বিয়ে নিবন্ধন করার ঘটনা জেলা ম্যারেজ রেজিস্ট্রারকে তদন্ত করতে বলেছেন আদালত।

এদিকে সেই কিশোরীর বিয়ে নিবন্ধন করার ঘটনায় ফেনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাজি সিরাজুল ইসলাম মজুমদার ক্ষমা প্রার্থনা করায় তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। পাশাপাশি মামলার আসামি জাহিদুল ইসলাম জাবেদকে জামিন দেওয়া হয়েছে। আদালতে আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ ইমরান আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী।

এর আগে গত ৭ মার্চ ফেনীর সোনাগাজীর এক কিশোরীর বিয়ে নিবন্ধন করায় ফেনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার (কাজি) সিরাজুল ইসলাম মজুমদারকে তলব করেন হাইকোর্ট। আদালতের তলবে হাজির হয়েছিলেন তিনি।

জানা যায়, ফেনীর সোনাগাজী উপজেলার আলমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম জাবেদ একই উপজেলার বগদানা গ্রামের আব্দুল মান্নানের কিশোরী মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করেন। মেয়ের বাবা এ ঘটনায় জাহিদুল ইসলামকে আসামি করে ২০২০ সালের ১০ অক্টোবর সোনাগাজী মডেল থানায় অপহরণ মামলা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়। এ মামলায় জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। মামলাটি এখন ফেনীর চিফ জুডিসিয়াল আদালতে বিচারাধীন। কাজির বিরুদ্ধে অভিযোগ, তিনি কাবিননামায় কিশোরীর বয়স বেশি দেখিয়েছেন। নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন আসামি। জামিন শুনানিকালে কিশোরীর বিয়ে পড়ানোর বিষয়টি আদালতের নজরে আসে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com