December 13, 2024, 7:27 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
বীর মুক্তিযোদ্ধারা ছিলেন নিঃস্বার্থ দেশ প্রেমিক

বীর মুক্তিযোদ্ধারা ছিলেন নিঃস্বার্থ দেশ প্রেমিক

দেবহাটায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লুৎফর রহমান সরদারের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সহযোগী অধ্যাপক ছানোয়ার হোসাইনের সার্বিক ব্যবস্থাপনায় সখিপুরে ভাষা সৈনিক লুৎফর রহমানের মাজারে গার্ড অব অনার শেষে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে লাইট হাউস মার্কেটে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বিএসিসি’র নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (বিএসপি, এনডিসি, পিএসসি) নাহিদুল ইসলাম খান। এসময় তিনি বলেন, ‘লুৎফর রহমানদের মতো ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য আমরা আজ স্বাধীন বাংলাদেশে মাথা উচু করে কথা বলতে পারি। একজন নিঃস্বার্থ দেশপ্রেমিক ও গণমানুষের নেতা ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লুৎফর রহমান। বীর মুক্তিযোদ্ধাদের মত নিঃস্বার্থ দেশ প্রেমিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।’ স্মরণ সভায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ূন কবির, জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সুন্দরবন রেডিমেন্ট (সিও) হাসান মাহামুদ, মেজর ফারুক হোসেন, দেবহাটা সার্কেলের সিনিয়ন সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবাহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি, ভাষা সৈনিকের পুত্র ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন অনলাইন নিউজ পোর্টাল ডেইলি সাতক্ষীরা’র সম্পাদক হাফিজুর রহমান মাসুম।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com