July 27, 2024, 4:05 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজ প্রাঙ্গণে কলেজ গর্ভণিং বডির সভাপতি মো. কাওছার আলী মোড়ল’র সভাপতিত্বে প্রধান অতিথি’র হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের কলেজের সুনাম ধরে রাখতে সুন্দর ফলাফল উপহার দিতে হবে। এসময় তিনি কলেজ ক্যাম্পাসে মডেল মসজিদ, শহীদ মিনার ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত রাখেন অধ্যক্ষ মো. জাহিরুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ, পৌর আ’লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, কলেজ শিক্ষক মো. রমজান আলী, লিয়াকত আলী, ওবায়দুল্লাহ, ফারুক হোসেন, বখতিয়ার উদ্দিন, আলী হোসেন, আক্তরুজ্জামান, জিলানী মাহমুদ, আরিজুল ইসলাম, নাজমুল হোসাইন ও আনছারুল আমিন প্রমুখ। এইচএসসি ২০২১ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ৮৯ জন শিক্ষার্থীর মাঝে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মো. রবিউল ইসলাম।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com