November 14, 2024, 11:42 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
বুধহাটায় অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য আটকে অভিযান……..

বুধহাটায় অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য আটকে অভিযান……..

আশাশুনি উপজেলার বুধহাটা ও কুল্যার মোড়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঘোষিত পণ্য আটকে অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার বিকালে এ অভিযান পরিচালনা করা হয়। আশাশুনি উপজেলার বিভিন্ন বাজার ও স্থানে দোকানপাটে মহামান্য হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পণ্যসামগ্রী ও মেয়াদোত্তীর্ণ দ্রব্যাদি এখনো রাখা ও বিক্রয় করা হচ্ছে।উপজেলা প্রশাসন এসব প্রতিরোধ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে ইতিমধ্যে বহু মালামাল বিনষ্ট ও ব্যবসায়ীদেরকে জরিমানা করেছেন। এরপরও পুরোপুরি ভাবে এসব পণ্যের বিক্রয় বন্ধ হচ্ছেনা।স্যানেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা ও স্যানেটারী ইন্সপেক্টরের সহকারী মোক্তারুজ্জামান স্বপন মঙ্গলবার বুধহাটা বাজারে অভিযান চালিয়ে উত্তম চক্রবর্তীর দোকান থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য এবং সুশীল সাধুর দোকান থেকে নিষিদ্ধ ঘোষিত জিরা, মধুমতি ও কনফিডেন্স লবণ জব্দ করেন। পরে কুল্যার মোড়ে দেবাশীষ সাধু ও প্রকাশের দোকানে অভিযান চালিয়ে বহু মালামাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com