January 23, 2025, 4:24 pm
ঘূর্ণিঝড় বুলবুল আক্রান্ত শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের গোলাখালী, টেংরাখালী, সোরা, তারানীরপুর গ্রামের ৩৫০টি পরিবারে বুধবার ঢেউটিন ও বালতি, মগ, শাড়ি, লুঙ্গি, সাবান, মশারি, স্যালাইনসহ বিভিন্ন রকম গৃহসামগ্রী দেওয়া হয়। আল-খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে সুন্দরবনের কোলঘেঁসে ও সীমান্তবর্তী ওই গ্রামের বাসিন্দারা জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও প্রত্যন্ত এলাকা হওয়ায় তারা এর আগে তেমন কোনো সহযোগিতা পাননি। সমকালের সাতক্ষীরা সুহৃদ সমাবেশের উপদেষ্টা অধ্যাপক আনিসুর রহিমের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা মো. কামরুজ্জামান।নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, উপজেলা থেকে বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল গোলাখালীতে মাদার নদী পার হয়ে ওই গ্রামে যেতে হয়। একেবারই দুরবর্তী এলাকার মানুষেরা আল-খায়ের ও সমকাল পত্রিকার সহযোগিতায় পর্যাপ্ত এ গৃহস্থালী ত্রাণ সামগ্রী পেয়ে তারা খুবই উপকৃত হবে।এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল-খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার তারেক মাহমুদ সজীব, সমকাল পত্রিকার সহকারী সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, ওই ইউনিয়নের ট্যাগ অফিসার উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল ইসলাম, সমকালের সাতক্ষীরা জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সমকালের সাতক্ষীরা জেলা সুহৃদ সমাবেশের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম প্রমুখ।
Comments are closed.