ডেস্ক: বুয়েট ছাত্র আবরার হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা নিউমার্কেটের সামনে অবস্থিত শহিদ আলাউদ্দিন চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।সাতক্ষীরা সরকারি কলেজসহ জেলার বিভিন্ন কলেজ থেকে আগত শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশ নেয়। এ সময় বক্তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে নিরাপদ শিক্ষাঙ্গন নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।