February 18, 2025, 11:05 pm
জলাবদ্ধতা সৃষ্টির পায়তারা!
স্টাফ রিপোর্টার: পারুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের দুই জন আহত হয়েছে। সোমবার সকাল ৭টায় দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোমবার সকালে রাস্তার উপর বৃষ্টির পানি আটকে থাকাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সংঘর্ষে সৈয়েদার রহমানের স্ত্রী সালমা বেগম এবং আইয়ুব আলীর ছেলে মুজাহিদ আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সালমা বেগমকে সাতক্ষীরা সদর হাসপাতালে এবং মুজাহিদকে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সালমা বেগমের স্বামী সৈয়েদার রহমান জানান, আমার বাড়ির সামনে রাস্তার পাশে নিচু জায়গা হওয়ায় বৃষ্টি পানি জমে থাকে। সেকারণে আমার স্ত্রী সালমা বেগম এবং আমি জমে থাকা পানির উপরে ইট বালি ও খোয়া দিয়ে ভরাট করছিলাম। এসময় পুর্ব শত্রুতার জের ধরে আমার স্ত্রী সালমা ও ছোট ছেলে আজিজুর ইসলামকে প্রতিবেশী আবু বক্করের ছেলে আইয়ুব হোসেন, ইউনুছের ছেলে মেহেদী হাসান, রফিকুলের ছেলে রবিউল লোহার রড, দা ও লাঠিসোটা দিয়ে বেধরক মারধর করে। এতে আমার স্ত্রী গুরুত্বর আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে রবিউল ইসলাম জানান, রাস্তার পাশে জলাবদ্ধতা সৃষ্টি করে ইট, বালি ও খোয়া দিয়ে ভরাট করার ফলে এলাকাবাসী তাদের পানি যাতায়াতের জন্য বলে। কিন্তু তারা কোন কথা না শুনে এলাকাবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রাণী ও জীবননাশের হুমকি দেয়। প্রকৃত ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে নিজেরা নিজেদের উপর আঘাত করে মিথ্যা নাটক সাজিয়ে তারা হাসপাতালে ভর্তি হয়ে আমাদের উপর দোষারোপ করছে। মূলত তারা আমাদের উপর হামলা চালিয়েছে। এঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছে।
Comments are closed.