Hosan Imam:৪ জুলাই বৃহস্পতিবার সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ২০১৯ অনুষ্ঠিত হবে। জয়মহাপ্রভু সেবক সংঘ সাতক্ষীরার আয়োজনে এবং জেলা মন্দির সমিতির সার্বিক সহযোগিতায় ওইদিন ভোর ৫টায় মঙ্গল আরতির মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা হবে। সকাল ৭টায় শ্রীমদ্ভাগবত পাঠ, সকাল ১০টা ভজন কীর্তন, বেলা ১১টায় ভাগবত আলোচনা, দুপুর ১২টায় ভোগ আরতি কীর্তন, বিকাল ৩টায় আলোচনাসভা এবং বিকাল ৪টায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা। রথযাত্রাটি পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি নাট মন্দির থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় মায়ের বাড়িতে অবস্থান করবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম।আগামী ১২ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। উক্ত অনুষ্ঠানে সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন রথযাত্রা উৎসব উদযাপন কমিটির আহবায়ক এড. সোমনাথ ব্যানার্জী।