নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জের বৈরাগির চক চিংড়ীখালী ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় অনুষ্ঠিত ভূমিহীন সমাবেশে সভাপতিত্ব করেন, ভূমিহীন নেতা মোশাররফ হোসেন। সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি মোঃ কওছার আলী, সহ-সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, যুগ্ম সম্পাদক আজিজুর রহমান সেলিম, সাতক্ষীরা সদর উপজেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ভূমিহীন নেতা আমজাদ হোসেন।সমাবেশে বক্তারা বলেন, চিংড়ীখালী বৈরাগীর চকসহ জেলার খাস সম্পত্তিগুলো প্রকৃত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দিতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। আর ভূমিহীনদের দাবি আদায়ের সকলকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রাম সফল করার আহ্বান জানান। এছাড়া আগামী ২৭ জুলাই শহীদ ভূমিহীন নেত্রী জায়েদা খাতুনের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে জায়েদা নগরে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সকলকে আহ্বান জানানো হয়।