February 11, 2025, 6:31 am
উত্তর বারিধারাকে উড়িয়ে ফেডারেশন কাপ ফুটবলে শুভসূচনা করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে ৩-০ গোলে জয় তুলে নেয় জোসেফ পুটের দল। ‘বি’ গ্রুপের ম্যাচটির প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সাইফ।
প্রথম গোলটি অবশ্য তারা পেয়েছে আত্মঘাতী থেকে। উত্তর বারিধারার মিসরীয় ডিফেন্ডার সায়েদ মাহমুদ আব্দুল রহিমের পায়ে লেগে জালে জড়ায়।
এগিয়ে যাওয়ার সুবাদে ছন্দ ফেরে সাইফের খেলায়। ৬৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সাইফ। গোল করেন এনগোকে। ছয় মিনিট পর বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে ঠান্ডা মাথায় ব্যবধান আরও বাড়ান ফয়সাল।
Comments are closed.