February 5, 2025, 7:47 am
ঘূর্নিঝড় আম্পানের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে অবস্থিত খোলপেটুয়া নদীর দৃষ্টিনন্দন সূরা ঘাটের ভেরিবাধঁ ভাঙ্গনের কবলে পড়েছে। শনিবার বিকাল থেকে ঘাটটি ভাঙ্গনের কবলে পড়লেও সংশ্লিষ্ট মহল কোন প্রস্তুতি গ্রহণ করার না ফলে রবিবার বিকাল থেকে জোয়ারের পানি বৃদ্ধি ও নদীর প্রবল স্রোতে এ দৃষ্টিনন্দন সূরাঘাটের ভেরিবাধঁ ভাঙ্গনের কবলে পড়ে ভয়াবহ রূপধারণ করে। তবে সূরা ঘাটের বাধঁ যদি পুরোপুরি ভাবে ভাঙ্গনের কবলে পড়ে যায় তাহলে কয়েক হাজার পরিবার মিঠা পানির মহাসংকটে পড়ে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এছাড়াও ভাঙ্গনের কবলে পড়লে পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যেতে ৫টি প্রতিষ্ঠান। এবিষয়ে গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান বলেন, শনিবার বিকাল থেকে খোলপেটুয়া নদীতে জোয়ারের পানি বৃদ্ধির ফলে সূরা ঘাটে ভাঙ্গনের সৃষ্টি হয়। বিষয়টা স্থানীয়ভাবে সংশ্লিষ্ট দফতরে জানানো হলেও তারা কোনপ্রকার ব্যবস্থা গ্রহণ করিনি। এরফলে রবিবার বিকাল থেকে সূরা ঘাটের ভেরিবাধেঁর এভাঙ্গন বৃদ্ধি পায়। ভাঙ্গন নিয়ন্ত্রণে রবিবার রাত থেকে স্থানীয়রা কাজ করে যাচ্ছে। এসময় তিনি আরো জানান, যদি সূরাঘাটের ভেরিবাধঁ পুরোপুরিভাবে ভাঙ্গনের কবলে পড়ে যায় তাহলে সূরাঘাটের পাশ্ববর্তী মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫টা প্রতিষ্ঠান ভাঙ্গনের কবলে পড়ে বিলীন হয়ে যাবে এবং নদীর নোনা পানি প্রবেশ করার ফলে গাবুরা ইউনিয়নের মানুষের মিঠাপানির একমাত্র পুকুরটিও ভেসে যেতে পারে। এতেকরে ইউনিয়নের কয়েকহাজার পরিবারের সদস্যরা মিঠা পানির সংকটে পড়বে বলে জানান তিনি। এসময় তিনি বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদসহ সরকারের সংশ্লিষ্ট দফতর থেকে কোনপ্রকার সহযোগীতা না পাওয়ার কারনে স্থানীয়রাসহ গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের নিয়ে রবিবার রাত থেকে ভাঙ্গন রোধে কাজ করে যাচ্ছে। এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এবিষয়ে শ্যামনগর উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) রাশিদুর রহমান বলেন, ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Comments are closed.