July 27, 2024, 3:27 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
ভারতের ওপর আরও নির্দয় হতে চান অস্ট্রেলিয়া কোচ

ভারতের ওপর আরও নির্দয় হতে চান অস্ট্রেলিয়া কোচ

প্রথম টেস্টে বড় জয়। ভারতের মতো দলকে ৩৬ রানে শেষ করে দেয়ার লজ্জা উপহার দিয়েই দিতেছে অস্ট্রেলিয়া। তবে তাতেই আত্মতুষ্টিতে ভুগতে নারাজ অস্ট্রেলিয়া দলের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার। বরং ভারতের ওপর আরও নির্দয় হতে শিষ্যদের উৎসাহিত করছেন অসি কোচ।

প্রথম টেস্টে তিনদিনের মধ্যেই দুর্দান্ত জয় তুলে নেয়ার পর পরিষ্কার ফেবারিট অস্ট্রেলিয়া। মেলবোর্নে দ্বিতীয় টেস্ট শুরু বক্সিং ডে’র দিন (২৬ ডিসেম্বর)। এই টেস্টে আবার ভারত পাচ্ছে না তাদের নিয়মিত অধিনায়ক ও দলের ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলিকে। সবমিলিয়ে এগিয়ে অস্ট্রেলিয়াই।

তবে শুধু এগিয়ে থাকাই নয়। ভারতীয় দলের ওপর নির্দয় হতে চান অসি কোচ। ল্যাঙ্গার বলেন, ‘যদি আমরা দুর্দান্ত দল হতে চাই, তবে আমাদের আরও ভালোভাবে জিততে হবে। মানুষ হয়তো এটা খেয়াল করে না। কিন্তু ভালো দল জয়টা অব্যাহত রাখে। বিশেষ করে যখন তারা ভালো ক্রিকেট খেলতে থাকে।’

ল্যাঙ্গার মনে করেন, ভারতের মতো দল যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। অসি কোচ যোগ করেন, ‘এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। বক্সিং ডে’র সকালে আমাদের ভালো শুরু করতে হবে। কারণ আমরা সবাই জানি ভারত ঘুরে দাঁড়াতে পারে। অ্যাডিলেডে প্রথম টেস্টের প্রথম দুইদিন আমরা দেখেছি তারা কেমন খেলতে পারে।’

ল্যাঙ্গার জানালেন, যদি চোট বা অসুস্থতার সমস্যা না হয়, তবে দ্বিতীয় টেস্টেও অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামবে অস্ট্রেলিয়া। তার কথা, ‘গত ম্যাচের পর একাদশ বদলাতে হলে বেশ সাহসী হতে হবে। যদি সামনের দিনগুলোতে কিছু না ঘটে, তবে আমরা অপরিবর্তিত একাদশ নিয়েই নামব।’


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com