December 11, 2024, 7:20 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
ভারতের পাঞ্জাবে হঠাৎ বিস্ফোরণ, নিহত ২১

ভারতের পাঞ্জাবে হঠাৎ বিস্ফোরণ, নিহত ২১

হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ভারতের পাঞ্জাব রাজ্যের একটি ভবন। বিস্ফোরণের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে, পুরো ভবনটি বিধ্বস্ত হয়ে গেছে।

আজ বুধবার বিকেলে পাঞ্জাবের গুরদাসপুর শহরে এক আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ এ বিস্ফোরণ ঘটে।এ ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন এবং আরও ১৫-১৬ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।ভবনটির ভেতরে অর্ধশতাধিক শ্রমিক আটকে পড়ে আছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ।সংবাদমাধ্যমটি জানায়, বুধবার বিকেল চারটার দিকে গুরদাসপুরের বাতালা আবাসিক এলাকায় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের প্রচণ্ডটা এতোই বেশি ছিল যে ওই কারখানার আশপাশের বেশ কয়েকটি ভবন ও নিচে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।এখন পর্যন্ত ২১ জন মারা গেছেন নিশ্চিত করে এনডিটিভি জানায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যে ভবনে আটকে পড়াদের উদ্ধার অভিযানে নেমেছে পাঞ্জাবের দমকল বাহিনী।

ঘটনার খোঁজ-খবর নিচ্ছেন গুরদাসপুরের সংসদ সদস্য বলি অভিনেতা সানি দেওল।

এক টুইট বার্তায় বলেছেন, ‘বাতালার কারখানায় বিস্ফোরণের ঘটনায় ভীষণ মর্মাহত হয়েছি। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ক্ষয়ক্ষতি কমাতে দ্রুত ঘটনাস্থলে ছুটে গেছে।’

আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে জানিয়ে ট্যুইটবার্তায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com