July 26, 2024, 11:23 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
ভারতে করোনায় ‘একদিনে’ ৬,১৪৮ হাজার মৃত্যু

ভারতে করোনায় ‘একদিনে’ ৬,১৪৮ হাজার মৃত্যু

ভারতে করোনাভাইরাসে (কভিড-১৯) একদিনে ছয় হাজারে বেশি মানুষের মৃত্যু হয়েছে। মূলত বিহার রাজ্য কভিডে মৃত্যুর সংখ্যা সংশোধন করলে দৈনিক মৃত্যুর সংখ্যায় এই উল্লম্ফন হয়।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার সকালে জানায়, গত ২৪ ঘণ্টায় ভারতে ৬ হাজার ১৪৮ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩ লাখ ৫৯ হাজার ৬৭৬ জনে।

ভারতে গত কয়েক দিন করোনার দৈনিক মৃত্যু ২ হাজারের গণ্ডিতে নেমে আসে। কিন্তু পুনর্গণনা শেষে বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার জানান, করোনায় কভিডে এ রাজ্যে মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ৪২৯ জনের। এতে কেন্দ্রীয় পরিসংখ্যানে দৈনিক মৃত্যু প্রায় তিন গুণ বেড়ে যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৯৪ হাজার ৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট সংক্রমণ ২ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১২১ জনে দাঁড়িয়েছে।

গত দু’দিন সংক্রমণ অল্প বাড়লেও নিয়ন্ত্রণে রয়েছে সংক্রমণের হার। গত আগের দুদিনের মতো বৃহস্পতিবারও তা রয়েছে ৫ শতাংশের নিচে। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছিল ২০ লাখ সাড়ে ৪ হাজারের বেশি।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com