October 6, 2024, 11:09 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
ভারতে পাচারকালে সাতক্ষীরায় ১৪’শ কেজি ইলিশসহ আটক ৩

ভারতে পাচারকালে সাতক্ষীরায় ১৪’শ কেজি ইলিশসহ আটক ৩

হাসান ইমামঃভারতে পাচারকালে সাতক্ষীরার ঝাউডাঙ্গা এলাকা থেকে ১৪ শ’ কেজি ইলিশ মাছসহ তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দুপুরে ঝাউডাঙ্গা বিজিবি চেকপোস্টের সামনে থেকে পিকআপ ভর্তি ইলিশমাছসহ তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, বরগুনা জেলার আমতলী থানার টিয়াখালী গ্রামের সানু মিয়ার ছেলে ফেরদৌস বদ (৩৭),পটুয়াখালি জেলার দুমকি থানার পশ্চিম আংগাড়িয়া গ্রামের শাহ আলম তালুকদারের ছেলে বাচ্চু তালুকদার (৩৫) ও যশোর জেলার ঝিকরগাছা থানার মৃত শহিদুল ইসলামের ছেলে হুমায়ুন কবির আজবাহার (৩৯)।বিজিবির সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, সাতক্ষীরা সীমান্ত দিয়ে বিপুল পরিমান ইলিশমাছ ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ঝাউডাঙ্গার বিশেষ চেকপোস্টের হাবিলদার আজিজুল হক সেখানে অভিযান চালায়। এ সময় সেখানে একটি পিকআপকে গতিরোধ করে তাদের চ্যালেঞ্জ করেন। পরে পিকআপে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান ইলিশমাছ জব্দ করা হয় এবং উক্ত তিনজনকে আটক করা হয়। জব্দকৃত ১৪ শ’ কেজি ইলিশ মাছসহ পিকআপের মূল্য ১৪ লাখ টাকা বলে জানান তিনি।বিজিবি অধিনায়ক আরও জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com