September 9, 2024, 11:21 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৪০০ ভরি স্বর্ণ জব্দ

ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৪০০ ভরি স্বর্ণ জব্দ

ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে চার কেজি ৬৭০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। যা সাড়ে চারশ ভরির সমান। বাজারে এর মূল্য প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা। শুক্রবার (২২ নভেম্বর) সকালে বিজিবির একটি টহল দল এই সোনা আটক করে।কলারোয়া সীমান্তের কাকডাঙ্গা বিজিবি বিওপির নায়েক সুবেদার ওলিউল আলম জানান, বিজিবির একটি দল সীমান্তে টহলে ছিল। এ সময় একই সড়কে মোটর সাইেকেলে দুই ব্যক্তি তাদের সামনে পড়ে। বিজিবি দেখে তারা মোটর সাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যায়। তিনি জানান, মোটর সাইকেলটিতে একটি পলিথিনে মোড়ানো ভারী দ্রব্য দেখে বিজিবি তা খুলতেই বেরিয়ে পড়ে স্বর্ণ। তিনি জানান, এর ওজন চার কেজি ৬৭০ গ্রাম। তবে স্বর্ণ পাচারকারীদের গ্রেপ্তার করতে পারেনি বিজিবি।বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, এ ব্যাপারে পরে প্রেসব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com