July 27, 2024, 3:26 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
ভারতে ২৪ ঘণ্টা বেড়েছে সংক্রমণ কমেছে মৃত্যু

ভারতে ২৪ ঘণ্টা বেড়েছে সংক্রমণ কমেছে মৃত্যু

ভারতে পর পর দুইদিন করোনা সংক্রমণ সামান্য কমলেও আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৬ হাজার ১১০ জন। এর আগের দিন আক্রান্ত হয়েছিলেন ২ লাখ ৬৭ হাজার ৩৩৪ জন। তবে দৈনিক মৃত্যু ৪ দিন পর ৪ হাজারের নীচে নেমেছে। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৮৭৪ জন। অন্যদিকে অনেকটাই বেড়েছে সুস্থতার সংখ্যা। একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ৭৭ জন। এই মুহূর্তে দেশে মোট করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৩১ লাখ ২৯ হাজার ৮৭৮।  বৃহস্পতিবার (২০ মে) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় ও রাজস্থান। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ হাজার ৬ জন করোনা পজিটিভ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ১৫৭ জন৷ ভারতে করোনা মোকাবিলার ক্ষেত্রে এখন অন্যতম বড় অস্ত্র টিকাদান কর্মসূচি। এখনও পর্যন্ত দেশে ১৮ কোটি ৭০ লাখেরও বেশি মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com