October 31, 2024, 3:12 am
জেলা প্রতিনিধিঃসাংবাদিকতার আদর্শকে সমুন্নত রেখে ভালবাসার মেল বন্ধনে নিজেদের যুক্ত করে নিল দুই প্রেসক্লাব। সৌহার্দ্য সহযোগিতা ও সম্প্রীতিকে আলিঙ্গন করে তারা একে অন্যের প্রতি আকৃষ্ট হয়ে হয়ে উঠলেন। বললেন, সময়ের ব্যবধানে এই বন্ধন আরও দৃঢ় হবে। আমরা এক সাথে এক ও অভিন্ন লক্ষ্যে পথ চলবো।মঙ্গলবার রাতে এমনই এক মিলন মেলা বসেছিল সাতক্ষীরা প্রেসক্লাবের শহিদ স ম আলাউদ্দিন মিলনায়তনে। অতিথি মেহেরপুর প্রেসক্লাব ও স্বাগতিক সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকরা এই মিলন মেলায় বসে নিজেদের ভ্রাতৃত্বের কথা ব্যক্ত করেন। সাংবাদিকতার মতো গণমুখী পেশাকে এগিয়ে নিতে তারা স্ব স্ব অবস্থান থেকে নিজেদের দায়িত্ব পালনের কথাও উল্লেখ করেন।
আলোচনায় উঠে আসে মেহেরপুরের বৈদ্যনাথতলার আ¤্রকাননের কথা। যেখানে ১৯৭১ এ অভ্যূদয় ঘটেছিল স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের। সেই ঐতিহাসিক মুজিবনগর বাংলাদেশকে স্বাধীনতার পথ দেখিয়েছে। বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে জাতিকে উদ্বুদ্ধ করেছে। পাশাপাশি আলোচনায় আরও উঠে আসে বাংলাদেশের প্রাচীরখ্যাত বিশ^ ঐতিহ্য সুন্দরবনের অনিন্দ্যসুন্দর রোদবৃষ্টিত সবুজ বনানীর প্রাকৃতিক মোহময় দৃশ্যের কথা। যেখানে রয়েছে বাংলার শৌর্য বীর্যের প্রতীক রয়েল বেঙ্গল টাইগার। অদূরে বঙ্গোপসাগরের অসীম সৈকত।আলোচনায় অংশ নিয়ে মেহেরপুর প্রেসক্লাব সভাপতি ফজলুল হক মন্টু বলেন আমাদের মধ্যে ভালবাসার নতুন দিক উন্মোচিত হলো। আমাদের মধ্যে থাকবে পারস্পরিক সহযোগিতা সহমর্মিতা সম্প্রীতি ও ভালবাসার আদান প্রদান। সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপী বলেন দুই জেলার সাংবাদিকদের এই মিলন মেলা অটুট থাকবে। আমরা সাংবাদিকতার নীতি আদর্শ বৈশিষ্ট্য ও বস্তুনিষ্ঠতাকে ধারণ করে সামনের দিনগুলিতে এগিয়ে যাবো।মিলন মেলায় আরও বক্তব্য রাখেন অতিথি প্রেসক্লাব মেহেরপুরের সেক্রেটারি মো. আল আমিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম, প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাসেম, লোক সমাজের শেখ মাসুদ হোসেন, চ্যানেল ২৪ এর আমেনা বিলকিস ময়না প্রমূখ সাংবাদিক। তাদের কথায় উঠে আসে নিজেদের মধ্যকার সেতুবন্ধনের কথা।এর আগে অতিথি প্রেসক্লাবের সাংবাদিকরা দিনভর সুন্দরবন ভ্রমণ করেন। সোমবার রাতে তারা সাতক্ষীরা পুলিশ লাইন্সে দুই প্রেসক্লাবের সাথে মতবিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে অংশ গ্রহন করেন। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন। এ সময় সম্প্রতি মেহেরপুর জেলা থেকে সাতক্ষীরায় যোগদান করা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
Comments are closed.