February 5, 2025, 8:41 am
ভোলার বোরহানউদ্দিনের সাম্প্রদায়িক উসকানির ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খাঁন। তিনি বলেন, ঘটনার এখনও তদন্ত চলছে। তদন্তের পরই প্রকৃত কারণ বেরিয়ে আসবে।শুক্রবার রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটেলিয়ন মাঠে অ্যাম্বেসি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভোলার বোরহানউদ্দিনের সাম্প্রদায়িক উসকানির ঘটনা রামু ও নাছির নগরের পুনরাবৃত্তি। এ ধরনের জঘন্য কাজের সাথে জড়িতদের খুঁজে বের করার কাজ চলছে। ইতোমধ্যে ঘটনার সাথে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশের কারিগরি টিম ফেসবুক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পাহাড়ে শান্তির সুবাতাস ছড়িয়ে দিতে আমরা বদ্ধপরিকর। শান্তির সুবাতাস দেশের সব জেলার মতো তিন পার্বত্য জেলায়ও সমানভাবে ছড়িয়ে দিতে আমরা কাজ করছি।
Comments are closed.