July 26, 2024, 11:54 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
ভোমরা বন্দরে কার্যক্রম স্বাভাবিক

ভোমরা বন্দরে কার্যক্রম স্বাভাবিক

চলমান লকডাউনে স্বাভাবিক নিয়মেই ভোমরা স্থল বন্দরে কার্যক্রম চললেও পণ্যবাহী গাড়ি কম প্রবেশ করছে। তবে বন্দরে আগত ট্রাক চালক ও শ্রমিকরা কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। বন্দর কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাইকিং করা হলেও সচেতন থাকতে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। রোববার (১৮ এপ্রিল)ভোমরা স্থলবন্দর ঘুরে এ চিত্র দেখা গেছে। ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের মোস্তাফিজুর রহমান নাসিম জানান, লকডাউনে আমদানি-রফতানি কার্যক্রম ও পণ্য পরিবহনে কোনো নিষেধাজ্ঞা নেই। কাস্টমস কার্যক্রমও চলছে। আমদানি ও রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন ও লকডাউনে আটকা পড়ার আশঙ্কায় ভারতীয় ট্রাক চালক ও শ্রমিকরা বাংলাদেশে আসতে চায় না। এ জন্য পণ্য আমদানির ক্ষেত্রে সময় ও খরচ বেশি হচ্ছে। আবার অতিরিক্ত চাহিদা না থাকায় পেঁয়াজ, ফলসহ বেশ কিছু পণ্যর আমদানি কমে গেছে। স্বাস্থ্যবিধি মানতে সচেতনতামূলক প্রচারণা করেছি। কয়েকদিন আগে শ্রমিক সংগঠনের কাছে মাস্ক দেয়া হয়েছে। তাদের স্বাস্থ্যবিধি মানতে অনুরোধ করেছি। তবে অনেকেই তা মানছে না।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com