October 6, 2024, 10:32 pm
নিজস্ব প্রতিনিধি: আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক ব্যবসায়ীর গুদাম ঘর ও সীমানা বেড়া ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। মামলা ২১, তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৯। সাতক্ষীরা সদর থানায় মামলাটি দায়ের করেন ভোমরার মৃত জিএম মোকছেদ আলীর ছেলে জিএম আমির হামজা।
মামলার বিবরণে প্রকাশ, শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে সময় প্রতিপক্ষ হারুন অর রশীদের ছেলে রফিকুল ইসলাম, শহীদুল ইসলাম, রফিকুলের ছেলে মিজানুর রহমান, শহীদুলের ছেলে মিঠুন হোসেনসহ ২৫/৩০ জন তার নির্মাণাধীন ঘর ও প্রাচীর ভাঙচুর করে। এ সময় তারা কাটা তারের বেড়া দেওয়া সীমানা প্রাচীর তুলে দিয়ে ঘরের মধ্যে থাকা কয়েকটি ফ্যান ও ক্যাশ বাক্সে থাকা টাকা লুটপাট করে। ভাঙচুর ও লুটপাটে বাঁধা দেওয়ায় তার কর্মচারি শফিকুল ইসলাম, সোহেল রানা, আবুল হোসেন ও রায়হান ইসলামকে মারপিট করে।
Comments are closed.