July 27, 2024, 12:15 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
ভোমরা স্থলবন্দরে যাত্রী হয়রানি ও ঘুষ বাণিজ্য, দুদকের অভিযান

ভোমরা স্থলবন্দরে যাত্রী হয়রানি ও ঘুষ বাণিজ্য, দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক : সোমবার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ব্যাপক অনিয়ম ও হয়রানির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি কমিশন (দুদক)।দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) অভিযোগ আসে, ভোমরা স্থলবন্দরে ভারতগামী যাত্রীদের প্রত্যেককে কাস্টমসের বিভিন্ন স্তরে গড়ে ৫০০ – ১০০০ টাকা পর্যন্ত বাধ্যতামূলকভাবে ঘুষ প্রদান করতে হয়। তৎপ্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, খুলনা হতে সোমবার ২২ জুলাই এ অভিযান পরিচালিত হয়।দুদক টিম অভিযোগস্থলে সরেজমিনে গিয়ে চিকিৎসা সেবাসহ বিভিন্ন প্রয়োজনে নিয়মিত ভারতগামী যাত্রীদের সাথে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। তবে দুদক টিমের উপস্থিতি টের পেয়ে ভোমরা বন্দরের সকল কার্যক্রম যথানিয়মে ভোগান্তি ব্যতিরেকেই সম্পাদিত হয়। অনৈতিকভাবে অর্থ গ্রহণকারীদের শনাক্ত করতে দুদক টিম স্থলবন্দর কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপনসহ নানাবিধ সুপারিশ প্রদান করে।উল্লেখ্য, ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে দিনের পর দিন যাত্রীদের নিকট থেকে ঘুষ নেয়া একেবারে নিয়মে পরিণত হয়েছে। কেউ ঘুষ দিতে অস্বীকৃতি জানালে তাকে নানাভাবে হয়রানি করা হয়। পাসপোর্ট যাত্রীরা দীর্ঘদিন ধরে এবিষয়ে অভিযোগ করে আসছিলেন। এমনকি অনেকে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত অভিযোগও করেছেন এবং গণমাধ্যমে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ তাদের নিকট থেকে অন্যায়ভাবে আদায়কৃত অর্থের ভাগ অফিসাররা সবাই কমবেশি পান বিধায়সেবাই এবিষয়ে উদাসীন থাকেন। আজ পর্যন্ত কেউ কোন ব্যবস্থা নেননি।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com