October 31, 2024, 3:13 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
মধ্যরাতে সাংবাদিকদের ওপর হামলা ও ইয়াবা দিয়ে হুমকি।

মধ্যরাতে সাংবাদিকদের ওপর হামলা ও ইয়াবা দিয়ে হুমকি।

জাতীয়:আজিমপুরের শাখত বাড়ি বটতলা এলাকায় শনিবার (০৫ আক্টবার) মধ্যরাতে সাংবাদিকদের মারধর ও পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানের চেষ্টায় পুলিশের বিরুদ্ধে আভিযোগ। এই ঘটনার পর লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) কালামকে প্রাথমিকভাবে প্রত্যাহার করা হয়েছে। লালবাগ থানার ভারপ্রাপ্ত ওসি কেএম আশরাফ এই তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান,পরবর্তীতে জানা যায় বিডিনিউজের সাংবাদিক কাজী মোবারক হোসেন ও সাংবাদিক ফখরুল ইসলাম শাহীন একটি বিয়ের আনুষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন এই সময় এক ওসি, এসআই ও কনস্টেবল তাদের ওপর মারধর ও পকেটে ইয়বা দিয়ে ফাঁসানের চেষ্টা করেন ।

 

বিডিনিউজের সাংবাদিক কাজী মোবারক হোসেন জানান,এক বিয়ের আনুষ্ঠান থেকে বাসায় ফিরার পথে লালবাগ থানার এসআই কালাম ও এক কনস্টেবল আমার পথরোধ করে । আমাকে জোড় করে গাড়িতে উঠানোর চেষ্টা করে আমি বাঁধ দিতেই আমাকে হুমকি দেয় তোকে ইয়াবা দিয়ে মামলা দেব।ইয়াবার মামলা না খেতে চাইলে তাড়াতাড়ি গাড়িতে উঠ। তা সত্ত্বেও গাড়িতে না উঠলে তিনি আমাকে মারধর করেন।আমার সঙ্গে ছিলেন সাংবাদিক ফখরুল ইসলাম।এই ঘটনার বিষায় উপস্থাপনাকরে লালবাগ থানার ভারপ্রাপ্ত ওসি আশরাফ বলেন ,আমি খবর পেয়েছি। এরই মধ্যে এসআই কালামকে ক্লোজড করার আদেশ দেয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান সাংবাদিতদের বিস্তারিত ———


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com