December 30, 2024, 4:20 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
মনিরামপুরে র‌্যাবের অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’এর সক্রিয় সদস্য গ্রেপ্তার

মনিরামপুরে র‌্যাবের অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’এর সক্রিয় সদস্য গ্রেপ্তার

ডেস্ক:যশোরের মনিরামপুরে র‌্যাবের অভিযানে ‘আনসার আল ইসলাম’ এর এক সদস্যকে আটক করা হয়েছে। তার নাম হাবিবুল্লাহ্ আল হেলাল (২৪)। সে মনিরামপুরের হাসাডাঙ্গা গ্রামের মোঃ শাহিনুর রহমানের ছেলে।র‌্যাব যশোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে নিষিদ্ধ জঙ্গী সংগঠনের সদস্যগন একটি গোপন বৈঠক করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে যশোর জেলার মনিরামপুর থানাধীন চিনাটোলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ হাবিবুল্লাহ্ আল হেলালকে হাতে নাতে গেস্খপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ ঘোষিত ‘আনসার আল ইসলাম’ নামক সংগঠনের সদস্য বলে স্বীকারোক্তি প্রদান করে বলে র‌্যাব জানায়। সে প্রথমে ফেস বুক ফ্রেন্ডশিপের মাধ্যমে অনলাইনে যোগাযোগ করে পরবর্তীতে এলাকার অজ্ঞাতনামা ‘আনসার-আল ইসলামের’ সদস্যদের মাধ্যমে উক্ত সংগঠনে যোগদান করে। যোগদানের পর সদস্য নির্বাচন, সদস্য সংগ্রহ বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ করে তাদের সংগঠনের শক্তি বৃদ্ধির কাজে নিয়োজিত রয়েছে। পরবর্তীতে তারা এই সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে দলীয় মিটিং, উগ্রবাদী বই বিতরণ, অর্থ প্রদান ও আদায় এবং সংগঠনে সম্পৃক্ত হওয়ার জন্য দাওয়াত ও অন লাইনের মাধ্যমে বিভিন্ন কর্মকান্ডে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে। তার বিরুদ্ধে পূর্বে যশোর জেলার মনিরামপুর থানায় মামলা নং-১৭, তারিখ-২০/০৭/১৯ খ্রিঃ, ধারাঃ সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) এর ৮/৯(৩)/১০/১২ ধারায় মামলা চলমান রয়েছে। পরবর্তীতে আসামীকে যশোর জেলার মনিরামপুর থানায় সোর্পদ করা হয়েছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com